![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2F32-fream-20201008145859.jpg)
অভিনেতা আজিজুর রহমান আর নেই
জাগো নিউজ ২৪
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২০, ১৪:৫৮
দেশের জনপ্রিয় অভিনেতা স ম আজিজুর রহমান আর নেই। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৪টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ দুপুরে এই অভিনেতার পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
স ম আজিজুর রহমান ছিলেন ছোট পর্দার বেশ পরিচিত মুখ। তিনি অভিনেতা আজিজুর রহমান নামেই পরিচিত ছিলেন। নাটক-বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। কাজ করেছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তেও। পাশাপাশি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন।