পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্র এখন অপরাধী চক্রের নিরাপদ ঘাঁটিতে পরিণত হয়েছে এবং দিনে দিনে বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড। কুয়াকাটার তৃতীয় স্তরের আবাসিক হোটেলগুলোতে নিরাপদ ঘাঁটি বানিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওইসব অপরাধী চক্র একের পর এক অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে ছিচকে অপরাধীরা র্যাব-পুলিশের জালে ধরা পড়লেও রাঘব-বোয়ালরা ঠিকই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।