ভূমিমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান সাক্ষাৎ করেছেন।
বুধবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ভূমিমন্ত্রী বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনা ও তার ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে তাকে অবহিত করেন।
সাইফুজ্জামান চৌধুরী গত বছরের দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োনের সফল সফরের কথা স্মরণ করে বন্ধুপ্রতিম দু’দেশের মধ্যে কৌশলগত, বাণিজ্যিক ও বিশ্ব অংশীদারিত্বমূলক সম্পর্ককে আরো নিবিড় করার ব্যাপারে দৃঢ় আশা প্রকাশ করেন।
বাংলাদেশে দ্রুত শিল্পায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন লি জ্যাং কেয়ান।
তিনি বলেন, বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার অন্যতম অগ্রাধিকার সহযোগী দেশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.