কোল্ডস্টোরেজ-পল্লী বিদ্যুতের ঝামেলায় পচছে ২২ কোটি টাকার আলু
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার একমাত্র কোল্ডস্টোরেজের (হিমাগার) বিদ্যুৎ লাইন বিছিন্ন করেছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২। এতে পঁচে নষ্ট হচ্ছে চার উপজেলার ২২ কোটি ২৫ লাখ টাকার আলু। বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় গত ৫ দিন ধরে বিদ্যুৎ নেই ফুলবাড়ী কোল্ডস্টোরেজে।
বিদ্যুৎ লাইন বিছিন্ন হওয়ায় অরক্ষিত হয়ে পড়েছে হিমাগারে থাকা ফুলবাড়ীসহ চার উপজেলার ৬ হাজার কৃষক ও ব্যবসায়ীর আলু। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক বলছেন, তিন মাস বিদ্যুৎ বিল বাকি থাকার কারণে তারা সংযোগ বিছিন্ন করেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আলু
- পল্লী বিদ্যুৎ
- হিমাগার