বম্বে হাইকোর্টে আজ রিয়া-শৌভিক জামিনের রায় ঘোষণা
আজ ফের রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক চক্রবর্তী এবং আরও তিন জনের জামিনের শুনানি হবে বম্বে হাইকোর্টে। আজই রায় জানাবে হাইকোর্ট। ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তদন্তে নেমে সামনে উঠে আসে মাদক-যোগের প্রসঙ্গ। এনসিবি-র হাতে গ্রেফতার হন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty), তাঁর ভাই শৌভিক এবং সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা।
এর আগে ২৯ সেপ্টেম্বর সাত ঘন্টার টানা ম্যারাথন সওয়াল-জবাবের পর রিয়া চক্রবর্তী ও শৌভিক চক্রবর্তীর জামিনের আবেদন স্থগিত রাখে বোম্বে হাইকোর্ট। সকাল ১১টা থেকে শুনানি শুরু হয়ে তা চলে সন্ধে ৬.৪৫ পর্যন্ত। জাস্টিস এসপি কোটওয়াল বেঞ্চে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানি চলে।