চট্টগ্রাম বন্দরে লোহা চুরি করতে গিয়ে পড়ে গিয়ে যুবকের মৃত্যু
চট্টগ্রাম বন্দরে সংরক্ষিত এলাকায় চুরি করতে গিয়ে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মো. শামীম (৩৫)।
আজ মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এছাড়া একই ঘটনায় আহত চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন- মো. জসীম, মো. ফারুক, মো. শফিকুল ইসলাম ও মো. রবিউল ইসলাম।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী উপপরিদর্শক শীলব্রত বড়ুয়া বণিক বার্তাকে বলেন, বন্দর থেকে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে । এর মধ্যে শামীম নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.