মহামারীতে বেকারত্ব বাড়লেও এখন আগের অবস্থায় ফিরেছে: বিবিএস
কোভিড-১৯ মহামারীর প্রভাবে গত এপ্রিল থেকে জুলাই পর্যন্ত দেশে বেকারত্বের হার ২২ শতাংশের উপরে চলে গেলেও সেপ্টেম্বরে তা ৩ দশমিক ৭৫ শতাংশে নেমে এসেছে। জীবিকার উপর ধারণা জরিপ ২০২০’ এ পাওয়া এই তথ্য তুলে ধরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলেছে, মহামারীর আভিঘাত ক্রমান্বয়ে কাটিয়ে উঠছে বলে বাংলাদেশ।
ঢাকার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই জরিপের তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন, গত মার্চে দেশে করোনাভাইরাসের প্রভাব পড়ার আগ পর্যন্ত দেশে বেকারত্বের হার ছিল ২ দশমিক ৩ শতাংশ।
“কিন্তু করোনাভাইরাসের বিস্তার রোধে এপ্রিল-জুলাই চার মাস লকডাউন থাকায় বেকারত্বের হার বৃদ্ধি পেয়ে ২২ দশমিক ৩৯ শতাংশ হয়েছিল। সেপ্টেম্বর মাসে ওই বেকারত্বের হার ৩ দশমিক ৭৫ শতাংশে নেমে এসেছে।”