![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fnajeeb-20201006095527.jpg)
মৃত্যুর সঙ্গে লড়াইয়ে পেরে উঠলেন না আফগান ওপেনার
মৃত্যুর সঙ্গে লড়াইয়ে আর পেরে উঠলেন না আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের ২৯ বছর বয়সী ওপেনার নাজিব তারাকাই। ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রায় ৭২ ঘণ্টার বেশি সময় কোমায় থেকে মঙ্গলবার সকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এ ডানহাতি ব্যাটসম্যান।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে নাজিবের মৃত্যুর খবর। মাত্র ২৯ বছর ২৪৭ দিন বয়সে জীবনপ্রদীপ নিভে গেলো আফগানিস্তানের হয়ে ১ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলা নাজিব তারাকাইয়ের।