![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fus-embassy-20201006095929.jpg)
সাক্ষাৎকার ছাড়াই ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২০, ০৯:৫৯
সাক্ষাৎকার ছাড়াই পর্যটন, ব্যবসা ও মেডিকেল ভিসার আবেদন নিচ্ছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। যাদের বি১/বি২ ভিসার মেয়াদ গত ২৪ মাসের মধ্যে শেষ হয়ে গেছে, তাদের ভিসা নবায়নে রোববার (৪ অক্টোবর) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।১
এতে বলা হয়, বি১/বি২ (পর্যটন, ব্যবসা ও মেডিকেল) ভিসাসহ ইতঃপূর্বে ঘোষিত সি, সি১/ডি, এফ, জে, এম, ও এবং কিউ শ্রেণিভুক্ত নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে দূতাবাস।