প্রয়োজনে চিনের বিরুদ্ধে এয়ারস্ট্রাইকে তৈরি ভারত, সাফ বক্তব্য IAF প্রধানের
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতের বিমানবাহিনীর এয়ার মার্শাল আরকেএস ভাদাউরিয়া (RKS Bhadauria) সোমবার স্পষ্ট জানিয়ে দিলেন রাফাল যুদ্ধ বিমান আসার পর থেকে ভারতের ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে শত্রুর মোকাবিলা করাতে। প্রয়োজন পড়লে দ্রুত এবং গভীর ক্ষত দিতে পিছ-পা হবে না ভারত। এয়ার মার্শাল বলেন, ‘আগামী পাঁচ বছরে আমরা ৮৩ এলসিএ তেজস মার্ক ১এ আনতে চলেছি। সেই সঙ্গে বরাত দেওয়া হবে এইচটিটি-৪০ ট্রেনার এয়ারক্রাফ্ট এবং লাইট কমব্যাট হেলিকপ্টারের।’