![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/10/06/og/081206_bangladesh_pratidin_Azerbaijan.jpg)
তুরস্ককে ছাড়া শান্তি প্রক্রিয়া শুরু হতে পারে না: আজারবাইজান
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, নাগার্নো-কারাবাখ নিয়ে যেকোনও শান্তি প্রক্রিয়ায় তুরস্ককে যুক্ত করতে হবে।
নাগার্নো কারাবাখ নিয়ে যখন আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে তখন তিনি একথা বললেন। তিনি বলেন, “শান্তি প্রক্রিয়া অবশ্যই শুরু করতে হবে।