![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/10/05/082909ami.gif)
রেস্তোরাঁয় খাওয়ার পর যে কারণে মৌরি দেওয়া হয়
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২০, ০৮:২৯
বেশিরভাগ রেস্তোরাঁয় খাবারের পর চালভাজা, ধনিয়া ভাজা কিংবা মৌরি দেওয়া হয়। তবে কখনো কি ভেবে দেখেছেন- এসব কেন দেওয়া হয়।
চাল ভাজা কিংবা ধনিয়া ভাজা দেওয়ার চল বেশিদিনের না হলেও মৌরি দেওয়ার চল কিন্তু বেশ পুরনো। তবে এসব দেওয়ার কারণ যদি রেস্তোরাঁর কোনো কর্মচারীর কাছে জানতে চান, তারা হয়তো সদুত্তর দিতে পারবে না।
- ট্যাগ:
- লাইফ
- হোটেল-রেস্তোরাঁ
- মৌরি