প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বন্ধ সিনেমা হল চালু, সংস্কার ও নতুন সিনেমা হল তৈরিতে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদে ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে এক হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। রোববার সচিবালয়ে চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও প্রশিক্ষকদের সঙ্গে এক বৈঠকে তথ্যমন্ত্রী এ কথা জানান।
হাছান মাহমুদ বলেন, “আমরা আশা করছি, আগামী কয়েক বছর পর সিনেমা শিল্পে একটা বিরাট পরিবর্তন আসবে। বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল চালু, চালু হলগুলো সংস্কার ও আধুনিকায়ন করাসহ অনেক নতুন সিনেমা হল গড়ে উঠবে।”
লোকসানের মুখে কয়েক বছরে একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। স্বল্প সুদে ঋণ পেলে সিনেমা হলের সংস্কারের পাশাপাশি নতুন সিনেমা হলও গড়ে উঠবে বলে আশা করছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.