৩০ কোটি টাকা আত্মসাত: বাবুল চিশতীসহ ৬ জনকে আসামি করে চার্জশিট
৩০ কোটি টাকা আত্মসাতের দায়ে ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতী ও তার ছেলে রাশেদুল চিশতীসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদক উপপরিচালক মো. সামছুল আলম আদালতে এ চার্জশিট দাখিল করেছেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলশান থানায় ২০১৮ সালের ২৮ অক্টোবর মোট সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছিল। চার্জশিটে মামলায় এজাহারভুক্ত আসামি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন আহমেদ ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেনকে আসামির তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। তবে নতুন করে আসামি করা হয়েছে মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১ বছর আগে