![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Fd0701143-47c5-40ea-b728-dfbbec657aa3%252FMunshigonj_DH0710_20201004_Munshiganj_photo_1383_.jpg%3Frect%3D0%252C61%252C1624%252C853%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ধর্ষকের ফাঁসির দাবি জানালেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী
মুন্সিগঞ্জ সদর উপজেলার এক স্কুলছাত্রী (১৩) ধর্ষণের মামলায় অভিযুক্ত হৃদয় হাসান মোল্লার (২২) ফাঁসির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী। রোববার সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সারা দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ মামলার আসামিদেরও সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি কার্যকরের দাবি জানানো হয়।স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হৃদয় হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।