মাস্ক কেলেঙ্কারি: জেএমআই এমডি রাজ্জাকের রিমান্ড শুরু
নকল এন-৯৫ মাস্ক সরবরাহ করে চিকিৎসক, নার্সসহ চিকিৎসাকর্মীদের মৃত্যুর ঝুঁকিতে ঠেলে দেওয়ার মামলায় জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে পাঁচ দিনের হেফাজতে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রথম দিন রোববার বেলা ১২টার দিকে রাজ্জাককে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ নিরাপত্তায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে আনা হয়।
পরে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. নূরুল হুদা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ রাজ্জাক এবং কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলা দায়েরের পর পর ওই দিনই রাজ্জাককে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১১ মাস আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে