প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'বিশেষ বার্তা' নিয়ে তিন দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন কুয়েতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
রবিবার বেলা ১১টায় কাতার এয়ারওয়াইজের একটি ফ্লাইটে পররাষ্ট্রমন্ত্রী ও সচিব ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সাবেক আমিরের মৃত্যুতে শোকবার্তা পৌঁছে দেবেন এবং কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহকে অভিবাদন জানাবেন। পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের এই সফরে কুয়েতের নতুন আমিরের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বলেও জানায় সূত্র।
সূত্র আরও জানায়, পররাষ্ট্রমন্ত্রী ও সচিব বাংলাদেশের পক্ষ থেকে কুয়েত সরকারের জন্য বিশেষ বার্তাও নিয়ে যাচ্ছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.