প্যাটারসন সিটির কমিশনার বাংলাদেশি মোসলেহ উদ্দীন

ডেইলি বাংলাদেশ নিউ জার্সি প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২০, ১৪:০৮

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির টাস্ক ফোর্সের কমিশনার নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোসলেহ উদ্দীন। তিনি প্যাটারসনের ব্যবসায়ী বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ তাজ উদ্দীনের একমাত্র পুত্র। তার পৈত্রিক নিবাস গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে।
বৃহস্পতিবার প্যাটারসন সিটি হলে আয়োজিত এক অনুষ্ঠানে মোসলেহ উদ্দীনকে শপথবাক্য পাঠ করান সিটির ২ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলম্যান গিলমান চৌধুরী।

এ সময় সেখানে তার পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি সিটি মেয়র আন্দ্রে সাঈয়া, কাউন্সিল ওম্যান মার্টিজা ডেভিলা, রুবি কটোন, ডেপুটি মেয়র ফেরদৌস আহমেদ, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু উপস্থিত ছিলেন।

এছাড়া তথ্য ও গবেষণা সম্পাদক শাহাব উদ্দীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিটি কমিশনার ইমরান হোসেন, হাফেজ আলাউদ্দিনসহ বাংলাদেশ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও