ত্বকের যত্নে তেঁতুলের ব্যবহার
তেঁতুলের নানা ধরনের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি। তবে তেঁতুলের স্ক্রাব এ বিষয়ে আমাদের অনেকেরই জানা নেই। তেঁতুলের স্ক্রাব আমাদের দেহের রং ফর্সা করতে দারুন কাজ করে থাকে।
বেশিরভাগ সময় দেখা যায় মুখের রং ফর্সা করতে আমরা কত কিছুই না ব্যবহার করি। একসময় আমাদের মুখের রং পরিষ্কার হলেও ত্বকের রং পরিষ্কার হয় না। সেক্ষেত্রে আমরা বিপদে পড়ে যায়।
কারণ মুখের রং এক রকম আর ত্বকের রং আরেক রকম। তাই আজ জানাবো, ত্বকের রং কীভাবে ফর্সা করা যায়। তাহলে আর দেরি না করে এখন থেকে শরীরের কালো দাগ দূর করতে তেঁতুলের স্ক্রাব ব্যবহার করা শুরু করুন। চলুন তবে জেনে নেয়া যাক ত্বকের যত্নে তেঁতুলের ব্যবহার সম্পর্কে-
উপকরণ: তেঁতুলের রস, লেবুর রস, বেকিং সোডা ও ব্রাউন সুগার।
প্রণালী: প্রথমে একটি পরিষ্কার পাত্রে পরিমাণ মতো তেঁতুলের রস নিয়ে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। স্ক্রাবটি তৈরি করা হয়ে গেলে সারা শরীরে ম্যাসাজ করতে হবে কয়েক মিনিট ধরে।