![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F534f0fdf-bea6-41d6-921d-a0935b29fb83%252Fipl.JPG%3Frect%3D0%252C0%252C948%252C498%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F0f57d011-95c9-4c51-ae22-a9a2d3127591%252Fstamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
আইপিএলে ম্যাচ পাতানোর প্রস্তাব
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই ম্যাচ পাতানোর শঙ্কা? এমনটাই তো মনে করেন অনেকে। এই ‘মনে করা’ অবশ্য অযৌক্তিক কিছুও না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চূড়ামণি আইপিএল তো কলঙ্কিত হয়েছে আগেই।
২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিংয়ের কারণে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল চেন্নাই সুপার কিংস ও পুনে ওয়ারিয়র্স। এবারও আইপিএলে মিলেছে ম্যাচ পাতানোর গন্ধ। এক ক্রিকেটার জানিয়েছেন, তাঁকে নাকি এরই মধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে।