![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2019%252F06%252F01%252F199fa951920744bd1e927513ba72dd29-5cf2856b1882d.jpg%3Frect%3D0%252C30%252C1600%252C840%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
কিশোরীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা, স্বামী গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অ্যাসিড-জাতীয় পদার্থ ছুড়ে কিশোরী স্ত্রীর (১৫) মুখ ঝলসে দেওয়ার ঘটনায় মুরাদ হোসেন (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কুমরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শুক্রবার রাতেই মুরাদকে একমাত্র আসামি করে গোদাগাড়ী থানায় মামলা করেন মেয়েটির মা। জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার এজাহারে বলা হয়েছে যে মুরাদ অ্যাসিড ছুড়ে কিশোরী মেয়েটির মুখ ঝলসে দিয়েছেন। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও গোদাগাড়ী থানা জানিয়েছে, অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে কিনা তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।