কন্যা সন্তান প্রসব করলেন পাগলি, কোলে তুলে নিলেন ডিসি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা বাজারে ঘোরাঘুরি করতেন এক মানসিক প্রতিবন্ধী (পাগলি) তরুণী। তিনি নিজের নাম-পরিচয় কিছুই বলতে পারেন না। এক সময় অসুস্থ অবস্থায় উপজেলার ময়ধরপুর গ্রামে দিনমজুর পরিবারে ঠাঁই হয় ওই তরুণীর। এরপর তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান মেয়েটি অন্তঃসত্ত্বা।
শুক্রবার (২ অক্টবার) বিকেলে মানসিক প্রতিবন্ধী ওই তরুণী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছেন। এরপর বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রশ্ন ওঠে এই সন্তানের বাবা কে? কী হবে তার বংশ পরিচয়? কে নেবে তার দায়ভার?
এমন সময় রাতে হাসপাতালে ছুটে আসেন ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) সরোজ কুমার নাথ। তিনি অজ্ঞাত ওই তরুণীর নবজাতককে কোলে তুলে নেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা এ সময় উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.