রেলওয়ে ওভারপাস: সাড়ে তিন বছরে হয়েছে ১২ শতাংশ কাজ
জামালপুর শহরের প্রধান সড়কে রেলওয়ে ওভারপাস নির্মাণের কাজ চলছে সাড়ে তিন বছর ধরে। ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ একবার শেষ হয়েছিল। পরে সময় বাড়ানো হয়। কিন্তু এ সময়ে মাত্র ১২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বছরের পর বছর নির্মাণকাজ চলায় ভোগান্তি পোহাচ্ছে স্থানীয় লোকজন।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, শহরের গেটপাড় থেকে ওভারপাস নির্মাণ করা হচ্ছে। সেখানে চারটি পিলার নির্মাণ করা হয়েছে। দুটি পিলারের মাঝখানে গার্ডার নির্মাণ চলছে। সেখানে বেশি শ্রমিক নেই। ঠিকাদারি প্রতিষ্ঠানে বিভিন্ন যন্ত্রপাতি পড়ে রয়েছে। প্রধান সড়কটি ভাঙাচোরা। নির্মাণকাজের জন্য আশপাশে যানজট। ওভারপাস নির্মাণের জায়গা রেখে দুই পাশ দিয়ে যানবাহন চলাচল করছে খুব ধীরগতিতে। এ অবস্থায় সড়কের মধ্যে বালি, পাথর, ইট রাখা হয়েছে। কিছু দূর পরপর কাদাপানি জমে রয়েছে। লম্বাগাছ এলাকায় বেশি পানি। এ অবস্থায় সেখান দিয়ে হাঁটাও কষ্টকর হয়ে উঠেছে।