![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F92c1099f-33a4-429f-b25e-6ab6e72af078%252Fed_1.jpg%3Frect%3D0%252C213%252C3000%252C1575%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ফ্রোজেন আইরিশ কফি
প্রথম আলো
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২০, ২২:০০
বরফ ১ কাপ, দুধ ১ কাপ, চকলেট সিরাপ ১ কাপ, গ্রেটেড চকোলেট ১ কাপ, ব্রাউন সুগার ১ কাপ, হুইপড ক্রিম ও ডার্ক চকোলেট।প্রস্তুত প্রণালি
একটি ব্লেন্ডারে ১ কাপ পরিমাণ বরফ, ১ কাপ দুধ, ১ কাপ ব্রাউন সুগার, ১ কাপ চকলেট সিরাপ ও গ্রেটেড চকলেট ১ কাপ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে।
এরপর মিশ্রণটি কাপে ঢেলে উপরে ডার্ক চকোলেট ও হুইপড ক্রিম দিয়ে পরিবেশন করতে হবে ফ্রোজেন আইরিশ কফি।