কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

'দলে ফিরতে আরও কঠোর পরিশ্রম করতে হবে মাহমুদউল্লাহকে'

কালের কণ্ঠ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ০২ অক্টোবর ২০২০, ২১:০০

পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডি টেস্টে ২৫ ও ০ রান করে গত মার্চে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের দলে জায়গা পাননি মাহমুদউল্লাহ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিক বলের মুখোমুখি হয়ে ভীষণ দৃষ্টিকটু শটে আউট হয়েছিলেন। টেস্টে তার সবশেষ ৮ ইনিংসে একটাও ফিফটি নেই। জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই তারকা এখন টেস্ট দলে ফেরার চেষ্টা করে যাচ্ছেন। তার পরিশ্রম আর উন্নতির চেষ্টা দেখে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো মুগ্ধ। তবে মাহমুদউল্লাহকে আরও পথ পাড়ি দিতে হবে।

ডমিঙ্গো বলেছেন, 'তাকে সবশেষ টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছিল এবং টেস্ট দলে ফেরার লড়াইয়ের চেষ্টা করার লড়াইয়ের সিদ্ধান্ত তারই। আমি যা দেখেছি, মহামারীর এই সময়ে সে কঠোর পরিশ্রম করেছে, ৫-৬ কেজি ওজন ঝরিয়েছে। খুব ভালো ট্রেনিং করছে, খুব ভালো ব্যাটিং করছে। সে যেভাবে কাজ করছে, সেটির প্রতি আমার সম্মান আছে দারুণ। দলে ফিরতে আরও কঠোর পরিশ্রম করতে হবে, যা সে করছে। দলে ফিরতে তাকে দারুণ কিছু পারফরম্যান্সও দেখাতে হবে। কোনো ক্রিকেটারকে কখনোই বাতিলের খাতায় ফেলে দেওয়া যায় না।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও