কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রিয়ালকে ‘বড় বিপদের’ জন্য বুত্রাগেইনোর সতর্কবাণী

বিডি নিউজ ২৪ রিয়াল মাদ্রিদ ক্লাব প্রকাশিত: ০২ অক্টোবর ২০২০, ২০:৫৭

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদের ভুলের কোনো সুযোগ দেখছেন না দলটির সাবেক স্ট্রাইকার এমিলিও বুত্রাগেইনো। সামান্য ভুলেও পা হড়কাতে পারে বলে বেনজেমা-রামোসদের সতর্ক করে দিয়েছেন ক্লাবটির প্রাতিষ্ঠানিক সম্পর্ক বিভাগের এই ডিরেক্টর। রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়ালের সঙ্গে ‘বি’ গ্রুপে আছে তিনবারের ইউরোপ সেরা ইন্টার মিলান, ইউক্রেনের শাখতার দোনেৎস্ক ও জার্মানির বরুশিয়া মনশেনগ্লাডবাখ।

কাগজে-কলমে গ্রুপের সেরা দল রিয়াল। তবে আন্তোনিও কন্তের কোচিংয়ে আবারও দারুণ ফুটবল খেলতে শুরু করেছে ইন্টার। গত মৌসুমে তারা খেলেছে ইউরোপা লিগের ফাইনালে। ইউক্রেনিয়ান চ্যাম্পিয়ন শাখতার যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে, বিশেষ করে নিজেদের মাঠে তারা বেশ শক্তিশালী দল। চ্যাম্পিয়ন্স লিগে তারা মুটামুটি নিয়মিত। এছাড়া কোচ মার্কো রোসার কোচিংয়ে জার্মানির অন্যতম শক্তিশালী দল হয়ে উঠেছে মনশেনগ্লাডবাখও।

বুত্রাগেইনো তাই মনে করেন, গ্রুপ পর্ব জিনেদিন জিদানের জন্য সহজ হবে না। রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে নিজের মত তুলে ধরেন সাবেক এই স্প্যানিশ স্ট্রাইকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও