‘রোহিঙ্গাদের নির্যাতনের অভিযোগ অবাস্তব এবং মিথ্যাচারের শামিল’
ভাসানচরে রাখা রোহিঙ্গারা সেখান থেকে কক্সবাজারে ফেরার জন্য অনশন করলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ৷ ৩০৬ জন রোহিঙ্গা এখন সেখানে রয়েছেন৷ গত মে মাসে ক্যাম্পের বাইরে থেকে দুই দফায় তাদের সেখানে নেয়া হয়৷ নৌকায় করে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়েছিল৷
এইচআরডাব্লিউ'র দক্ষিণ এশীয় পরিচালক ব্র্যাড অ্যাডামস এক বিবৃতিতে দাবি করেন, অনশন করা আট শরণার্থীর সাক্ষাৎকার রয়েছে তাদের কাছে৷ সেখানে তারা মারপিট ও নির্যাতনের কথা বলেছেন৷