‘আমি তো ডাক্তার কিংবা বিজ্ঞানী নই, কি করে বলব?’
শ্রীলঙ্কা সফর হবে ধরে নিয়েই বাংলাদেশে এসেছিলেন তারা। কিন্তু হলো না। আপাতত স্থগিত করা হয়েছে সফর। জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা কি আর করবেন, দলের সঙ্গেই তারা এখন সময় কাটাচ্ছেন।
বাংলাদেশে করোনা পরিস্থিতি এখন মোটামুটি স্থিতিশীল। তবে আক্রান্ত-মৃত্যু থেমে নেই। এই অবস্থায় বিদেশি কোচিং স্টাফরা চাইলেও খেয়াল খুশিমত ছোটাছুটি করতে পারছেন না। তাদের একটি জেলখানার মতো অবস্থায় সময় কাটাতে হচ্ছে।
প্রায় এক মাসের মতো বদ্ধ অবস্থায় থাকাটা কঠিন ব্যাপার, মানছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি বলেন, ‘কোচরা প্রায় ২৮ দিন যাবত একটা বাবলের মধ্যে আছেন। আমরা কোনো জায়গায় যেতে পারিনি এর মধ্যে। আমরা শুধু ক্রিকেট অনুশীলন আর ফেরার মধ্যে (হোটেলে) আছি। আমরা আমাদের পরিবারকেও দেখিনি। আমরা জানি এটা কতটা কঠিন।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১১ মাস আগে