চীনের বেসরকারি কোম্পানি কি আদৌ বেসরকারি
চীনের বেসরকারি কোম্পানিগুলো আদৌ বেসরকারি, নাকি ছায়া সরকারি প্রতিষ্ঠান—এই সন্দেহ অনেকেরই আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো হরহামেশাই বলেন, হুয়াওয়ে চীনা সরকারের হয়ে গুপ্তচরবৃত্তি করে। সে জন্য ফাইভ-জি প্রযুক্তির অবকাঠামো নির্মাণে হুয়াওয়েকে অংশগ্রহণ করতে দিচ্ছে না যুক্তরাষ্ট্র। একই পথে হাঁটছে যুক্তরাজ্যসহ আরও অনেক উন্নত দেশ।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি সম্প্রতি ‘অপিনিয়ন অন স্ট্রেনদেনিং দ্য ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক অব দ্য প্রাইভেট ইকোনমি ইন দ্য নিউ এরা’ শীর্ষক এক নথি প্রকাশ করেছে। এতে বলা হয়, চীনা বেসরকারি কোম্পানিগুলোকে আরও বেশি বেশি সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে মিল রেখে কাজ করতে হবে। প্রকাশিত এই নথি ট্রাম্পের সন্দেহকে সত্য প্রমাণ করেছে।