ময়মনসিংহে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প উদ্বোধন শীঘ্রই
ময়মনসিংহের সুতিয়াখালিতে ব্রহ্মপুত্র নদের তীরে দেশের সর্ববৃহৎ পরিবেশবান্ধব সৌর বিদ্যুত প্রকল্পের কাজ শেষ পর্যায়। প্রশাসনিক অবকাঠামো আর কিছু ইক্যুইপমেন্ট বসানোর কাজ শেষ হলেই আগামী মাসেই আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর এ প্রকল্প উদ্বোধন হলেই ৫০ মেগা ওয়াট বিদ্যুত যুক্ত হবে জাতীয় গ্রিডে।
সরকার পরিবেশের ভারসাম্য রক্ষার কথা চিন্তা করে নবায়নযোগ্য শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুত উৎপাদন খাতকে বেশি জোর দেয়। এতে বর্তমানে দেশে নবায়নযোগ্য জ্বালানি তথা সৌর বিদ্যুতের মাধ্যমে মাত্র ৩৫ মেগাওয়াট বিদ্যুত উৎপন্ন হচ্ছে প্রতিদিন যা মোট উৎপাদিত বিদ্যুতের মাত্র ০.১৮ শতাংশ। এই ঘাটতি পূরণে ময়মনসিংহে দেশের সর্ববৃহৎ ও প্রাকৃতিক উপায়ে সৌর বিদ্যুত উৎপাদনের প্রকল্পটি স্থাপিত হয়েছে। যেখানে প্রকৃতি দূষণের কোন আশঙ্কাই নেই।