নাক থেকে নমুনা নিতে গিয়ে আঘাত, বেরিয়ে এলো মস্তিষ্কের ফ্লুইড!
করোনাভাইরাসের পরীক্ষা করাতে গিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে যান এক মার্কিন নারী। কভিড-১৯ সোয়াব টেস্টের জন্য নাক থেকে নমুনা সংগ্রহ করার সময় তাঁর ব্রেনে মারাত্মক আঘাত লাগে, ক্ষতিগ্রস্ত হয় তার ব্রেন লাইনিন। নাকের থেকে ঝরঝর করে পড়তে শুরু করে মস্তিষ্ক থেকে বেরিয়ে আসা তরল পদার্থ৷
৪০ বছর বয়সী ওই নারীর নাক থেকে নমুনা ঠিকভাবে সংগ্রহ করা হয়নি বা নমুনা নিতে গিয়ে বেশি খোঁচানোর ফলে তার এই দুর্দশা হয়। বৃহস্পতিবার এমন খবর প্রকাশিত হয়েছে একটি মেডিক্যাল জার্নালে।
মাথা ও ঘাড়ের অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত চিকিৎসক জারেট ওয়ালশ তার নিবন্ধে বলেন, নমুনা সংগ্রহের সময় খুবই সতর্ক থাকা উচিত সংগ্রহকারীর। তা না হলে এ ধরনের সমস্যা হতে পারে। অন্যদিকে যাদের তীব্র মাত্রার সাইনাসের সমস্যা রয়েছে অথবা যাদের মাথায় অস্ত্রোপচার হয়েছে তাদের কেবল মুখ থেকেই নমুনা সংগ্রহ করা উচিত।