জামাত-শিবির ইস্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে হট্টগোল
মাত-শিবিরের এজেন্ট’ ইস্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পরপর দুটি আনন্দ-সমাবেশ পরিণত হলো বিষাদে। উত্তপ্ত বাক্য বিনিময়ের পাশাপাশি মারমুখি পরিস্থিতিরও অবতারণা হয়। যা শান্ত করতে পুলিশও ডাকা হয়। অন্যটি অবশ্য নেতৃবৃন্দের হস্তক্ষেপেই শান্ত হয়েছে। ঢাকায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান পরিবহন চুক্তি স্বাক্ষরের সংবাদ জানার পরই স্থানীয় সময় গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ‘আনন্দ সমাবেশ’র আয়োজন করা হয়।
জনা তিরিশেক নেতাকর্মীর এ সমাবেশ শুরুর সময়েই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস প্রশ্নের উল্লেখ করেন যে, নুরুজ্জামান সর্দার হচ্ছেন জামাত-শিবিরের সহযোগী সংগঠন বেসিকের সদস্য। তাই তাকে যেন বক্তার তালিকায় না রাখা হয়। এর আগেই এই ব্যক্তির জামাত-শিবির সম্পৃক্ততার তথ্য সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের কাছে দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ নিয়ে বাদানুবাদ থেকে তীব্র উত্তেজনা ও হৈ চৈ শুরু হয় সেখানে। নুরুজ্জামান সর্দার এ অভিযোগ অস্বীকার করেন আগের মতোই। এ অবস্থায় সংগঠনের প্রচার সম্পাদক দুলাল মিয়া সকলকে শান্ত হবার অনুরোধ জানান। এক ধরনের উত্তেজনার মধ্যেই আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সকলকে শান্ত হয়ে সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্নের আহবান জানান।