গ্রিসকে চাপ দিলে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে : ইইউ

এনটিভি ব্রাসেলস প্রকাশিত: ০২ অক্টোবর ২০২০, ০৯:০৯

জ্বালানি ও সমুদ্রসীমা নিয়ে গ্রিসের ওপর চাপ প্রয়োগ করলে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন পূর্ব ভূমধ্যসাগরে একতরফা কর্মকাণ্ড থেকে তুরস্ককে বিরত থাকার আহ্বান জানান। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে স্থানীয় সময় শুক্রবার সকালে আয়োজিত ইইউ নেতাদের এক বৈঠকে এ কথা জানান ভন ডের লেইন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এর আগে সংঘর্ষের ঝুঁকি এড়ানোর চেষ্টায় একটি সামরিক হটলাইনের ব্যবস্থা করেছিল তুরস্ক ও গ্রিস। তবে এ বছরের শুরু থেকেই এ দুদেশের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। তেল ও গ্যাসের সন্ধানে তুরস্ক একটি বিতর্কিত স্থানে জাহাজ পাঠানোর পর থেকেই শুরু হয় অস্থিরতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও