You have reached your daily news limit

Please log in to continue


কাশ্মীরে পাক হানায় নিহত তিন সেনা

জম্মু-কাশ্মীরের দুই জেলায় পাকিস্তানি হামলায় আজ নিহত হলেন তিন সেনা। আহত হয়েছেন পাঁচ জন। সেনা জানিয়েছে, আজ সকালে কুপওয়ারার নওগাম সেক্টরে মর্টার ও অন্য অস্ত্র নিয়ে হামলা চালায় পাক সেনা। জবাব দেয় ভারতীয় সেনাও। পাক হামলায় হাবিলদার কুলদীপ সিংহ ও রাইফেলম্যান শুভনাম নিহত হন। আহত হন চার সেনা। অন্য দিকে পুঞ্চে কৃষ্ণ ঘাটি সেক্টরেও এ দিন হামলা চালায় পাকিস্তান। তাতে নিহত হন ভারতীয় সেনার ল্যান্স নায়েক কার্নেল সিংহ। আহত হয়েছেন আর এক সেনা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন