'লড়ো নয়তো জেল'

ঢাকা টাইমস আজারবাইজান প্রকাশিত: ০১ অক্টোবর ২০২০, ২২:৩১

'আমি জানতাম না আমরা যুদ্ধ করতে যাচ্ছি'- মেসেজিং অ্যাপের মাধ্যমে বিবিসিকে বলছিলেন আবদুল্লা (ছদ্মনাম)। ‘আমাকে ওরা বলেছিল আজারবাইজানে যেতে হবে এবং সীমান্তের চৌকি পাহারা দিতে হবে। আমি দুই হাজার ডলার পাব। তখন কোনো যুদ্ধ চলছিল না, আমরা কোনো সামরিক প্রশিক্ষণও পাইনি।'

এই সিরীয় তরুণ জানতেন না এর এক সপ্তাহের মধ্যেই তাকে যুদ্ধে লড়াই করতে হবে, যে যুদ্ধ সম্বন্ধে তার কোনো ধারণা নেই এবং যে দেশে সে কখনো যায়নি। বিবিসি প্রতিবেদন।

উত্তর সিরিয়ার অধিকাংশ বাসিন্দার মতো আবদুল্লার পরিবারও দরিদ্র এবং যুদ্ধক্লান্ত। সম্প্রতি চালানো এক জরিপে ওই অঞ্চলের উত্তরদাতাদের ৮১ শতাংশ বলেছে তাদের ৫০ ডলারের কম মাসিক বেতনে জীবন চালাতে হয়।

কাজেই আবদুল্লাকে গত সপ্তাহে যখন তার ৪০ গুণ বেশি বেতনের প্রস্তাব দিয়ে বলা হলো এর বিনিময়ে তাকে আজারবাইজান সীমান্তে গিয়ে ‘সেনা চৌকি পাহারা দিতে’, সে তা লুফে নিয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও