যশোরে ৩ কিশোর হত্যা: ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ মানবাধিকার কমিশনের

বিডি নিউজ ২৪ জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়, কারওয়ান বাজার প্রকাশিত: ০১ অক্টোবর ২০২০, ২১:০৩

তাদের এসব সুপারিশের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান এবং সেই সময় সেখানে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের বিরুদ্ধে ‘দায়িত্বে অবহেলার’ জন্য বিভাগীয় ব্যবস্থার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনের সচিব (ভারপ্রাপ্ত) আল-মাহমুদ ফায়জুল কবীরের স্বাক্ষরে সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এসব সুপারিশ করা হয়।

গত ১৩ অগাস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোর বন্দিদের মারধর করা হলে তিন কিশোর নিহত ও অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় ১৪ অগাস্ট রাতে নিহত পারভেজের বাবা রোকা মিয়া যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও