করোনামুক্ত রাহি

ঢাকা টাইমস বিসিবি কার্যালয় প্রকাশিত: ০১ অক্টোবর ২০২০, ১৯:৩৩

করোনামুক্ত হলেন টাইগার পেসার আবু জায়েদ রাহি। বৃহস্পতিবার রাহির অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর ২৭ ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও কোচিং স্টাফসহ মোট ৩৫ জনের করোনা পরীক্ষা করিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরীক্ষায় রাহির রিপোর্ট করোনা পজিটিভ আসে। এরপর থেকে আইসোলেশনে ছিলেন রাহি। বিসিবির মেডিকেল বিভাগ তার চিকিৎসার ব্যবস্থা করে।

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পের জন্য ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। তাদের নিয়ে শুরু হয় অনুশীলন ক্যাম্প। কিন্তু পরবর্তীতে শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যায়। তারপরও অনুশীলন ক্যাম্প চালিয়ে যাচ্ছে বিসিবি। বৃহস্পতিবার শুরু হয়েছে ক্রিকেটারদের দ্বিতীয় দফার অনুশীলন। তবে, এই অনুশীলনে যোগ দিতে পারেননি রাহি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও