যে কারণে এক মাস অন্যের বাড়ি ঝাড়ু দিয়েছেন ভূমি

প্রথম আলো বলিউড, মুম্বাই প্রকাশিত: ০১ অক্টোবর ২০২০, ১৭:১৫

সম্প্রতি এক অনুষ্ঠানে ভূমি পেড়নেকার তাঁর ক্যারিয়ারের প্রথম ছবি ‘দম লাগা কে হাইসা’কে ঘিরে কিছু স্মৃতি রোমন্থন করেছেন। এই ছবির আগে তিনি যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মার সহকারী হিসেবে কাজ করতেন। ‘দম লাগা কে হাইসা’তে ভূমির বিপরীতে ছিলেন আয়ুষ্মান খুরানা। ভূমিকে এই ছবিতে সাদামাটা এক ঘরোয়া মেয়ে তথা গৃহিণীর চরিত্রে দেখা গিয়েছিল। আর তাঁর অভিনীত চরিত্রের জন্য তিনি ছবির সহ-অভিনেত্রী সীমা পাহওয়ার কাছে রীতিমতো প্রশিক্ষণ নিয়েছিলেন।
এই ছবিতে ‘সন্ধ্যা’ হয়ে ওঠার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে ভূমিকে। নিজের প্রশিক্ষণ নিয়ে এই বলিউড নায়িকা বলেন, ‘সন্ধ্যা চরিত্রের জন্য সীমাজি আমাকে ট্রেনিং দিয়েছিলেন। সীমাজির সঙ্গে প্রথম দেখা হতেই উনি বলেন, “কাল থেকে সালোয়ার কামিজ পরে আসবে।” আমি যথারীতি সালোয়ার কামিজ পরে ওনার বাড়িতে হাজির হই। সীমাজির বাড়িতে পা রাখামাত্রই উনি আমাকে ঝাড়ু-মোছা করতে বলেন। চা বানাতে বলেন। এভাবে এক মাস ধরে আমি ওনার বাড়ির ঝাড়ু দেওয়ার কাজ করি। আর এই এক মাসে আমি জীবনকে অন্যভাবে অনুভব করি। আমি আসল জীবনের স্বাদ নিই। এত দিন আমি এক অন্য দুনিয়ায় বাস করতাম। তাই এই জীবনও অনুভব করা খুব জরুরি ছিল। ওনার জন্যই আমি সেই সুযোগ পেয়েছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও