মুম্বাইয়ের নায়িকা নিয়ে ঢাকাই পরিচালক রনির ‘স্ত্রী হত্যা’
জসীম-শাবানা জুটিকে নিয়ে নব্বইয়ের দশকে নির্মিত হয় ‘স্ত্রী হত্যা’। সেটির পরিচালক ছিলেন মোতালেব হোসেন। সে সময়ে দারুণ ব্যবসা করে সিনেমাটি। এবার একই নামে ছবি নির্মাণ করতে যাচ্ছেন শামীম আহমেদ রনি।
জানা গেছে, এই সিনেমা সত্য ঘটনা অবলম্বনেই তৈরি হবে। ‘স্ত্রী হত্যা’ প্রযোজনা করবে শাপলা মিডিয়া। এ সিনেমার প্রধান নারী চরিত্রে মুম্বাইয়ের একজন নায়িকা থাকছেন, তবে এখনো নাম জানাতে রাজি হননি পরিচালক। তবে স্বামীর চরিত্রে সিয়াম, রোশান বা বাপ্পী—যে কেউ অভিনয় করতে পারেন।
ফেনীতে পারিবারিক কলহের জের ধরে ফেসবুক লাইভে এসে স্ত্রী তাহমিনা আক্তারকে হত্যা করে স্বামী ওবায়দুল হক ভুঁইয়া ওরফে টুটুল। চলতি বছর ১৫ এপ্রিলের এই ঘটনা দেশজুড়ে আলোচনার ঝড় তোলে। পরে জানা যায়, আর্থিক অসচ্ছলতার কারণে টুটুল-তাহমিনার পরিবারে অশান্তি লেগেই থাকত। তারই জের ধরে এই নির্মম হত্যাকাণ্ড ঘটায় সে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.