রোড ডিভাইডারে ঝুঁকিপূর্ণ কাঁটাতারের বেড়া

বাংলা ট্রিবিউন ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০১ অক্টোবর ২০২০, ০৯:১১

সড়ক বিভাজকে বাঁশের খুঁটির মধ্যে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে ঢাকার দুই সিটি করপোরেশন (ডিএসসিসি ও ডিএনসিসি)। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এমন উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে সিটি করপোরেশন। কিন্তু দুর্ঘটনা রোগে স্থাপিত এসব কাঁটাতার উল্টো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। গণপরিবহন বিশেষজ্ঞরা বলছেন, কাঁটাতার কোনওভাবেই সড়ককে নিরাপদ করে তুলতে পারে না বরং এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনার কারণ।

জানা গেছে, ঢাকা দক্ষিণের পাঁচটি অঞ্চলে রোড ডিভাইডার রয়েছে ৪৬ দশমিক ১৪ কিলোমিটার। তার মধ্যে ২৭ দশমিক ৩৯ কিলোমিটার রোড ডিভাইডারে কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছে। উত্তর সিটি করপোরেশনও সমপরিমাণ সড়ক বিভাজকে কাঁটাতারের বেড় নির্মাণ করেছে। কাঁটাতার ও লোহার তৈরি বেড়ার উচ্চতা হচ্ছে আড়াই ফুট থেকে চার ফুটের মধ্যে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও