You have reached your daily news limit

Please log in to continue


ওরা নারী ছিনতাইকারী, টার্গেট নারীই

রাস্তা দিয়ে কোনো নারী একা গেলেই জটলা বেঁধে সর্বস্ব কেড়ে নেন এ সাত নারী। দীর্ঘদিন ধরে তারা এভাবে ছিনতাই করে আসছিলেন। অবশেষে পুলিশের হাতে আটক হয়েছেন তারা। বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে ওই সাত নারীকে আটক করা হয়। আটকরা হলেন- রহিদা বেগম, রুমা আক্তার, পাপিয়া, সাথী আক্তার শান্তা, রিমা আক্তার, বিলকিস বেগম ও ববিতা বেগম। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, স্থানীয় একটি হাসপাতাল থেকে আড়াই মাসের কন্যাসন্তানকে টিকা দিয়ে ফিরছিলেন খাদিজা আক্তার। আন্দরকিল্লা সড়ক পার হওয়ার সময় তাকে ঘিরে ধরে হাতে থাকা একটি ছোট ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সাত নারী। এরপর খাদিজার চিৎকারে টহল পুলিশের একটি দল ব্যাগসহ সাত ছিনতাইকারীকে আটক করে। ব্যাগটিতে টাকা ও স্বর্ণালংকার ছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন