এইডস জয়ী বিশ্বের প্রথম ব্যক্তি হার মানলেন ক্যানসারের কাছে
মরণব্যাধি এইডস থেকে সুস্থ হওয়া বিশ্বের প্রথম ব্যক্তি এবার হার মানলেন ক্যানসারের কাছে। আজ বুধবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এইডসকে জয়কারী টিমোথি রয় ব্রাউন মারা গেছেন। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ব্রাউনকে বলা হয় ‘দ্য বার্লিন প্যাশেন্ট’। জার্মানির বার্লিনে তিনি এইডসের চিকিৎসা নিয়েছিলেন। ২০০৭ সালে প্রাকৃতিকভাবে এইচআইভি প্রতিরোধী একজন দাতা থেকে ব্রাউনের শরীরে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়। এর ফলে তাঁকে আর বেশি দিন এইচআইভি প্রতিরোধী ওষুধ নিতে হয়নি এবং তিনি ভাইরাসমুক্ত হন। ১৯৮০-এর দশকের শুরুতে রোগটি চিহ্নিত করার পর থেকে ২০১৭ সাল পর্যন্ত সারা বিশ্বব্যাপী এইডসে আনুমানিক তিন কোটি ৫০ লাখ লোক মারা গেছে।