তৃণমূলে সংগঠন করার যোগ্যতা না থাকলে নেতা হওয়ার অধিকার নেই: সমীর চন্দ
থানার নেতৃবৃন্দকে ইউনিয়ন কমিটি গঠন করার দায়িত্ব প্রদান করে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেছেন, থানা নেতাদের অবশ্যই ইউনিয়ন কৃষকলীগের কমিটি করার যোগ্যতা থাকতে হবে। তাহলেই থানা নেতারা কৃষকের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করতে পারবে। যাদের তৃণমুলে সংগঠন করার যোগ্যতা নেই তাদের নেতা হওয়ার অধিকার নেই।
আজ বুধবার বিকালে কৃষকলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘বর্ধিত সভা-২০’ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমীর চন্দ বলেছেন, যে থানার নেতার একটি ইউনিয়ন কমিটি করার যোগ্যতা রাখে না সে কর্মী হিসেবে থাকবে, নেতা হিসেবে নয়। কর্মের মধ্য দিয়ে যে সম্মান আদায় হয় সেই সম্মান চিরস্থায়ী হয়। কৃষক লীগের প্রতিটি নেতাকর্মী দলকে সুসগঠিত করবে তৃণমূলে।