কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গুগলের বিরুদ্ধে মার্কিন বিচারবিভাগের মামলা আগামী সপ্তাহেই

বিডি নিউজ ২৪ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৫

সম্ভবত আগামী সপ্তাহেই গুগলের বিরুদ্ধে মামলা করবে মার্কিন বিচারবিভাগ। ব্যাপারটির সঙ্গে সংশ্লিষ্ট তিন সূত্র জানিয়েছেন, বর্তমানে  অঙ্গরাজ্যগুলোর অ্যাটর্নি জেরালেরদের দলে ভেড়ানোর চেষ্টা চলছে। মামলায় গুগলের বিরুদ্ধে বাজার আধিপত্যের সুযোগ নেওয়ার অভিযোগ উঠে আসার সম্ভাবনা রয়েছে। মাইক্রোসফটের বিংয়ের মতো অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকে বিজ্ঞাপন পাওয়া ও নিজ সেবা উন্নত করার জন্য প্রয়োজনীয় ডেটা দেয় না গুগল – এমন অভিযোগও আসবে সামনে।

গুগলের “সার্চ বিজ্ঞাপন” এর ব্যাপারেও তদন্ত করছে মার্কিন বিচারবিভাগ। ভোক্তা কোনো পণ্যের নাম লিখে সার্চ দিলে গুগল সার্চ ফলাফলের স্থানে বিজ্ঞাপন দেখিয়ে ঠিক কীভাবে বিক্রি নিয়ন্ত্রণ করে, এবং এ ধরনের বিজ্ঞাপন তৈরিতে কোন ধরনের টুলস ব্যবহৃত হয়, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, গুগল কোনো অপরাধ করেনি বলে দাবি করছে। আর মার্কিন বিচারবিভাগ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও