![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F9d5f3841-de19-46b1-bfe9-f5e529bc83c8%252Fincreasing_profits_810.jpg%3Frect%3D0%252C0%252C810%252C425%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
করোনার মধ্যে ব্যবসা বাড়ানোর ৬ উপায়
প্রথম আলো
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:২০
করোনাভাইরাসের প্রকোপে মানুষের জীবন ও জীবিকা উভয়ই হুমকির মুখে পড়েছে। ভাইরাস নিয়ন্ত্রণে প্রথম দিকে সারা পৃথিবীতেই লকডাউন শুরু হয়। এর জেরে জীবিকার সমস্যা প্রকট হয়ে ওঠে। বড় ব্যবসা একভাবে টিকে থাকলেও ক্ষুদ্র উদ্যোগ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। যাঁরা টিকে আছেন, তাঁদের অবস্থাও ভালো নয়। করোনার মধ্যে কীভাবে ব্যবসা বাড়ানো যায়, তার উপায় বাতলেছে ইউএস চেম্বার অব কমার্সের উদ্যোক্তা সহায়তাকারী প্রতিষ্ঠান কো।
১। ডিজিটাল মার্কেটিংয়ে কৌশলী হওয়া
ডিজিটাল মার্কেটিংয়ের হাজারো উপায় আছে। এর মধ্যে কিছু কিছু একদমই কম টাকায় বা বিনা মূল্যে করা যায়, যেমন ব্লগ লেখা বা ই–মেইলে নিউজলেটার পাঠানো। ব্যবসা–বাণিজ্যের অবস্থা ভালো না হওয়ায় খরচের বিষয়ে সচেতন হওয়াই ভালো। খরচের আগেই ভাবতে হবে, মুনাফা হবে কি না। এতে কাজ যেমন উদ্ধার হবে, তেমনি অপচয়ও হবে না।