![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F09%2F30%2F120200548_741496613097405_2512999715426631073_n.jpg%3Fitok%3D_yTIPrtR)
১৮ বছর পর ফিলিস্তিনি যুগলের ভালোবাসার জয়
দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে কনে জিনান সামারার। অবশেষে আগামী শুক্রবার বিয়ের পিঁড়িতে বসছেন জিনান সামারা এবং আব্দেল করিম মুখাদের। দেড় যুগ আগে দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে বন্দি হয়েছিলেন মুখাদের। সাজা শেষে গত রোববার মুক্ত হন তিনি। যখন বন্দি হয়েছিলেন তখন মুখাদেরের বয়স ছিল ৩১, বর্তমানে তাঁর বয়স ৪৯। দীর্ঘ কারাবাসে সামারার প্রতি মুখাদেরের ভালোবাসা এতটুকু কমেনি। বরং ভালোবাসা আরো মজবুত হয়েছে। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের মজিদ্দো কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জালামাহ ইসরায়েলি মিলিটারি চেক পয়েন্টে মুখাদের দেখেন ফুলমাল্য নিয়ে অপেক্ষা করছে তাঁর ভালোবাসা সামারা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভালোবাসা
- ফিলিস্তিনি
- যুগলবন্দী