রোনালদোর চেয়ে মেসি, বাজারে বিকোয় বেশি
খেলোয়াড়দের কাজ কি কেবল খেলা? না, সেদিন আর নেই। অনুশীলনে অখণ্ড মনোযোগ। সারাক্ষণ খেলা নিয়ে ভাবা—এসব এখন অতীতের ব্যাপার। এখন খেলোয়াড়দের খেলা নিয়ে ভাবার পাশাপাশি অন্যের পণ্য নিয়েও ভাবতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জনপ্রিয়তাকে ব্যবহার করতে হয় সেই পণ্যের প্রচারের উদ্দেশ্যে। উপার্জনটাও মন্দ হয় না খেলার উপার্জনের কাছাকাছি পৌঁছে যায় সেটি। দিনের বড় একটা অংশই ব্যয় করতে হয় করপোরেট হাউস কিংবা তাদের পণ্যের দূতিয়ালির কাজে।
এ মুহূর্তে খেলার দুনিয়ার কোন তারকা এই কাজে সবচেয়ে উপযোগী! নিয়েলসেন স্পোর্টসপ্রো ২০২০ এটা হিসেব করে বের করেছে। ৫০ জন ক্রীড়াতারকার একটা তালিকা তৈরি করেছে তাঁরা, বিপণনের জগতে কার চাহিদা কত বেশি, তাঁর ওপর ভিত্তি করে। সে তালিকায় শীর্ষে আছে লিওনেল মেসির নাম। চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে টপকে এই সম্মান অর্জন করেছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড।