ফরিদপুরের কাগদি ব্রিজটি যেন মরণ ফাঁদ!

বাংলাদেশ প্রতিদিন সালথা প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৪

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার সংলগ্ন খালের উপর কয়েকটি গ্রামের মানুষের চলাচলের জন্য নির্মিত ব্রিজটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ২৫ বছর আগে নির্মিত ব্রিজটি গত এক যুগ ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে।

ভাঙা ব্রিজটিতে গাড়ি উঠার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। একাধিকবার ব্রিজটি সংস্কার নিয়ে স্থানীয়রা দাবী জানালেও অদ্যাবধি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি।

সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন ভাঙ্গা ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই ব্রিজ উপর দিয়ে এলাকার মানুষ উপজেলা সদরসহ স্থানীয় বিভিন্ন হাট-বাজারে যাতায়াত করে থাকেন। প্রায় দুই যুগ আগে ব্রিজটি নির্মাণ হওয়ার পর গত কয়েক বছর আগে ব্রিজের মাঝখানে এক জায়গায় ভেঙে গিয়ে রড বের হয়ে যাওয়ায় ছোট-খাটো যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও