চেয়ারম্যানকে শপথ না পড়ানোয় গাইবান্ধা ডিসির বিরুদ্ধে রুল
জেলা প্রশাসক (ডিসি) শপথ না পড়ানোয় অবশেষে হাইকোর্টের দ্বারস্ত হয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের ১৩নং কামারদহ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান। মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল মতিনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এসময় তার সঙ্গে ছিলেন আছরারুল হক ও মো. আমিনুর রহমান চৌধুরী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.