![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/09/30/og/150152_bangladesh_pratidin_manna.jpg)
বেড়াতে যাওয়ার আগে খোঁজ নিন সেখানে ছাত্রলীগ আছে কিনা : মান্না
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এখন ফেসবুকে সবাই লিখছে, স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবেন, বান্ধবীকে নিয়ে বেড়াতে যাবেন, খোঁজ নেন যেখানে যাবেন সেখানে ছাত্রলীগ আছে কি না!
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজনে নারী ধর্ষণ ও হত্যার প্রতবাদে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।